মেহেরপুরে করোনা আক্রান্ত নারীর মৃত্যু

মেহেরপুর অফিস: মেহেরপুরে নতুন করে করোনা আক্রান্ত হয়নি কেউ। তবে বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন একজন করোনা আক্রান্ত বৃদ্ধার মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত বৃদ্ধা রেহেনা খাতুন (৬৩) জেলার গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের মাইলমারী গ্রামের বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ২০ জন। এছাড়া বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর সংখ্যা ২২ জন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস আরও জানায়, কয়েকদিন আগে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন গাংনী উপজেলার মাইলমারী গ্রামের ৬৩ বছরের বৃদ্ধা রেহেনা খাতুন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরের দিকে তিনি মারা যান। এ নিয়ে মেহেরপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন মোট ২০ জন। যার মধ্যে সদর ও গাংনী উপজেলায় ৯ জন করে এবং মুজিবনগর উপজেলায় ২ জন রয়েছেন।
এদিকে কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ১৮টি রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে সবগুলোর ফলাফল নেগেটিভ হয়। এ নিয়ে এ পর্যন্ত মেহেরপুর জেলায় ৬ হাজার ৬০১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় সর্বমোট ৯০৮ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৭৯৮ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪৫৩ জন, গাংনী উপজেলায় ২৫৩ জন ও মুজিবনগর উপজেলায় ৯২ জন রয়েছেন। এছাড়া চিকিৎসাধীন ২২ জনের মধ্যে সদরে ৮ জন, গাংনী উপজেলায় ৯ জন ও মুজিবনগর উপজেলায় ৫ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৬৬ জন। এদের মধ্যে সদর উপজেলার ৪৯ জন, গাংনী উপজেলার ১৫ জন ও মুজিবনগর উপজেলার দুইজন রয়েছেন।

Comments (0)
Add Comment