মেহেরপুরে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী ব্র্যাক যক্ষাকর্মী

মুবিজনগর প্রতিনিধি,

মাথাভাঙ্গা অনলাইন: মেহেরপুরে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। ৪০ বয়সী ওই ব্যক্তি ব্র্র্যাকের যক্ষা প্রতিরোধ বিভাগে কর্মরত। কোভিড-১৯ নিশ্চিত হয়ে বল্লভপুর গ্রামে তার ভাড়া বাড়ি লক ডাউন করেছে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন।

আক্রান্ত ব্যক্তির বাড়ির মালিক জানান, চার মাস আগে তিনি সাতক্ষীরা থেকে বদলি হয়ে মুজিবনগর অফিসে যোগদান করে স্বপরিবারে আমার বাসায় ভাড়ার থাকা শুরু করে। তার শরীরে কোন প্রকার উপসর্গ ছিলো না। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে মনুষের সাথে মেলামেশা তাই স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার (২১ এপ্রিল) তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল পাঠায়। পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হওয়ায় গত রাতে প্রশাসন আমাদেরকে অবগত করে বাড়ি লক ডাউন করে।

বিষয়টি নিশ্চিত করে আজ বুধবার (২২ এপ্রিল) সকালে মেহেরপুর সিভিল সার্জন ডা: নাসির উদ্দীন বলেন, আক্রান্ত ব্যক্তির মধে কোন উপসর্গ নেই এবং তিনি সুস্থ্য আছেন। এক সপ্তাহে তিনি কার কার সংসম্পর্শে এসেছেন তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Comments (0)
Add Comment