যাত্রীসহ যানবাহনের চালক-হেলপারদের সচেতনতামূলক পরামর্শ

ছিনতাইকারী ও অজ্ঞানপার্টি প্রতিরোধে সচেতনতা বাড়াতে চুয়াডাঙ্গায় পুলিশের পথসভা

স্টাফ রিপোর্টার: ঈদ সামনে রেখে আবারও তৎপর হয়ে উঠেছে অজ্ঞানপার্টি। কখনো বাসের যাত্রীবেশে, আবার কখনো চায়ের দোকানে ক্রেতা সেজে সাধারণের সঙ্গে মিশে গিয়ে খাবারে ঘুমের ওষুধ দিয়ে অজ্ঞান করে লুটে নেয় সর্বস্ব। আসন্ন ঈদুল ফিতরে শহরের ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতা, যাত্রী, চালকসহ সকল পর্যায়ের মানুষকে নিরাপত্তা এবং শান্তিতে ঘরে ফেরা নিশ্চিত করতে কাজ করছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন। জেলা শহরের বিভিন্ন গিয়ে জনগণকে সচেতন করছেন তিনি। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বর, একাডেমি মোড়, দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডসহ শহরের বিভিন্ন এলাকায় পথসভার আয়োজন করা হয়।

অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অজ্ঞান পার্টির তৎপরতা বেড়েছে। অসহায় হয়ে পড়ছেন সাধারণ মানুষ। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় অজ্ঞান পার্টির কবলে পড়ে নগদ টাকা পয়সাসহ মূল্যবান কাজপত্র হারাচ্ছেন সাধারণ মানুষ। এদের খাওয়ানো নেশা জাতীয় দ্রব্যের বিষক্রিয়ায় আবার কেউ কেউ প্রাণও হারাচ্ছেন। অজ্ঞান হয়ে গুরুতর আহত অনেকেই দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পরও পুরোপুরি সুস্থ হচ্ছেন না। শুধু যে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে তাই নয়, এ চক্রটি নানা কৌশলে যানবাহনের ভেতরেই চোখ-মুখে বিষাক্ত মলম লাগিয়ে দিচ্ছে। এতে করে অনেকেই স্থায়ীভাবে অন্ধ হযে যাচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, যানবাহনের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মাঠ রয়েছে। ঈদ উপলক্ষে বাড়তি পদক্ষেপ নেয়া হয়েছে। পুলিশি টহল জোরদারের পাশাপাশি যাত্রীসহ যানবাহনের চালক-হেলপারদের সচেতনতামূলক পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে।

যাত্রীদের উদ্দেশ্যে ওসি বলেন, আপনারা রাস্তায় চলাচলকালে অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু খাবেন না। যাতায়াতকালীন সামান্য সময়ে পরিচয় হওয়া ব্যক্তিকে বন্ধু বা ঘনিষ্ঠ মনে করে ব্যক্তিগত কোনো কথা বা তথ্য আদান প্রদান করবেন না। এতে এসব লোকজন আপনার সব কিছু কেড়ে নিতে পারে। এমনকি আপনার জীবন পর্যন্ত বিনাশ করে দিতে পারে। চালকদের আরো অধিক সতর্কতার সাথে যানবাহন চালানোর পরামর্শ দিয়ে সিএনজি, অটো, ইজিবাইকের চালকদের উদ্দেশ্যে বলেন, সামান্য বাড়তি ভাড়ার লোভে পরে অপরিচিত বা সন্দেহমূলক কোন যাত্রী নিয়ে দূরে কিংবা ক্ষতির আশঙ্কা দেখা দিতে পারে এমন এলাকায় যাবেন না।

Comments (0)
Add Comment