হাতকড়া পরা অবস্থায় মারা গেলেন সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ

স্টাফ রিপোর্টার: সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন হাতকড়া পরা অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। তখন তার দুই হাতে হাতকড়া পরানো ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

তবে কী কারণে তাকে হাতকড়া পরানো হয়েছিল এবং তার বিরুদ্ধে কী অভিযোগ ছিল, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আওয়ামী লীগ সরকারের ২০১৯-২০২৪ মেয়াদে শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য হিসেবে কয়েকবার নির্বাচিত হন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।