আলমডাঙ্গার মুন্সিগঞ্জে গাইডপোস্টে মোটরসাইকেলের ধাক্কা, মুক্তিপাড়ার মোজাম্মেল নিহত

স্টাফ রিপোর্টার:

আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোজাম্মেল হক মোতা (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা তারই বন্ধু জাহিদ হাসান। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল হক মোতাকে মৃত ঘোষণা করেন। আহত জাহিদ হাসানের শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহীতে রেফার করেন। নিহত মোজাম্মেল হক মোতা (৫০) চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার মৃত জুড়াম মণ্ডলের ছেলে ও আহত জাহিদ হাসান (৪৫) পোস্ট অফিসপাড়ার মৃত সন্টুর ছেলে।

               প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা অভিমুখে ফিরছিলেন তারা। চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের মুন্সিগঞ্জ মদনবাবুর মোড় পার হওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাইট পোস্টের সাথে ধাক্কা লাগে। এতে দুজনই পাশের একটি খাদের মধ্যে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, পরীক্ষা-নীরিক্ষার পর মোজাম্মেল হককে মৃত ঘোষণা করা হয়েছে। আহত জাহিদ হাসানের একটি হাত ভেঙে গেছে। এছাড়াও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, নিহত মোজাম্মেল হক মোতা পুরাতন রেফ্রিজারেটর বেচাকেনা করতেন। সেই সুবাদে তাকে জেলার বিভিন্ন স্থানে যেতে হয়। মঙ্গলবার রাতে খবর পায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক শাহাবুদ্দিন লস্কর দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের মধ্যে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী। মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ ক্যাম্পে নেয়া হয়েছে।

Comments (0)
Add Comment