স্টাফ রিপোর্টার: অনূর্ধ্ব-১৭ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পিংয়ে জায়গা করে নিলো চুয়াডাঙ্গার পারভেজ। পারভেজ দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে বাফুফের অনুমোদিত চুয়াডাঙ্গা ফুটবল একাডেমিতে অনুশীলন করে আসছিলো। দেশব্যাপী অনূর্ধ্ব-১৭ জাতীয় দল গঠনের লক্ষ্যে বাছাই শুরু হলে তাতে নাম লেখান পারভেজ। ৬৪ জেলা থেকে প্রতিভাবান সকল ফুটবল খেলোয়াড়দের নানা দিক যাচাই-বাছাই শেষে সারা বাংলাদেশ থেকে ৩২জন ফুটবল খেলোয়াড়কে ক্যাম্পিংয়ের জন্য ডাকা হয়। চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির কোচ ও পরিচালক ঢাকার ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাবেক অধিনায়ক চুয়াডাঙ্গার কৃতি ফুটবলার তরিকুল ইসলাম তরু বলেন, আমার চুয়াডাঙ্গা একাডেমির ফুটবলার পারভেজ তার নিজ যোগ্যতায় ৩২ সদস্যের ক্যাম্পিংয়ে জায়গা করে নিয়েছে। আমি চুয়াডাঙ্গাবাসীর কাছে দোয়া কামনা করছি সে যেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে পারে। গতকাল থেকে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি মাঠে এ ক্যাম্পিং শুরু হয়েছে। দীর্ঘমেয়াদী ক্যাম্পিং শেষে চূড়ান্ত করা হবে ২৫ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় দল। উল্লেখ্য পারভেজ আহম্মেদ রাফিক চুয়াডাঙ্গা সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির একজন শিক্ষার্থী হায়দারপুর গ্রামের হাবিবুর রহমান ও নীলুফা ইয়াসমিনের পুত্র।