আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার গড়চাপড়া গ্রামের মাদক ব্যবসায়ী সোহাগ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নিকট থেকে উদ্ধার করেছে বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টায় গড়চাপড়া গ্রাম থেকে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ মাদকসহ তাকে গ্রেফতার করে। জানা গেছে, উপজেলা জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী সোহাগ হোসেন (৩৩) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। সে বাইরে থেকে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে এসে এলাকায় বিক্রয় করে। সোমবার সকালে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম)’র নেতৃত্বে মুন্সিগঞ্জ ক্যাম্পের আইনি এসআই আলমগীর কবীর সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার নিকট থেকে ১৫ পিস বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আলমডাঙ্গা থানায় সোহাগের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।