ইউক্রেন-রাশিয়া আলোচনা: যুদ্ধ অবসানের অগ্রগতি নেই

মাথাভাঙ্গা মনিটর: প্রতিবেশী ইউক্রেনে মস্কোর সর্বাত্মক হামলা তৃতীয় সপ্তাহে পৌঁছানোর সাথে সাথে রাশিয়া এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা প্রথমবারের মতো তুরস্কে উচ্চ পর্যায়ের এক বৈঠক করেছেন। বৃহস্পতিবারের এই বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউক্রেনে মানবিক সংকটের সমাধানে কাজ করতে রাজি হয়েছে কিয়েভ-মস্কো। তবে যুদ্ধ অবসানের বিষয়ে বৈঠকের আলোচনায় তেমন কোনও অগ্রগতি আসেনি বলে জানিয়েছে রয়টার্স।

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আনতালিয়ায় দ্বিপাক্ষিক বৈঠকের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা সংবাদ সম্মেলনে কথা বলেছেন। এ সময় কুলেবা বলেছেন, ইউক্রেনের মানবিক সংকটের সমাধানে প্রচেষ্টা চালিয়ে যেতে সম্মত হয়েছে উভয়পক্ষ।

ইউক্রেনরাশিয়া
Comments (0)
Add Comment