করোনাভাইরাস: কলারোয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ২ জন সনাক্ত উপজেলায় মোট আক্রান্ত ১০

 

ফারুক রাজ, সাতক্ষীরা : 

সাতক্ষীরার কলারোয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন আরও ২ জন৷ এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১০ জন বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

শনিবার (১৩ জুন)  সকালে  আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়িঘর লকডাউন করেছে থানা পুলিশ। আক্রান্তরা উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মাহবুবুর রহমান (৪১) ও  দেয়াড়া ইউনিয়নে সত্যপদ পাল৷

কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, গত ২৪ ঘন্টায় উপজেলায় আরও দুই জনের করোনা পজিটিভ এসেছে । এপর্যন্ত ৩৫৯ জনের  নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷  এর মধ্য থেকে ২৬৯ টি নমুনা নেগেটিভ ও ১০ টি রিপোর্ট পজিটিভ এসেছে ৷ বাকি ৮০ টি নমুনা রিপোর্টের ফলাফল এখনো আসেনি৷ এ নিয়ে উপজেলায় করোনা পজিটিভের ৬ জন চন্দনপুর, ২ জন দেয়াড়া, জালালাবাদ ১ জন ও লাঙ্গলঝাড়া ইউনিয়নের ১ জন ।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরও জানাযায়, প্রথম করোনা শনাক্ত হওয়া  চন্দনপুর ইউনিয়নের দাড়কি গ্রামের মাজেদুল ইসলাম ও তার স্ত্রী মিমের সম্প্রতি প্রথম দফার ফলোআপ নমুনা সংগ্রহের রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে।

 

Comments (0)
Add Comment