কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা হাইস্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন এরশাদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য যুবদল নেতা মো. শামীম। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।