কুষ্টিয়ায় ৮ ঘণ্টা করে ৪দিন বিদ্যুৎ বন্ধ!

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ (ওজোপাডিকো) এর।
১৯,২০,২৬ ও ২৭ জুন শুক্রবার ও শনিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুষ্টিয়া জেলাসহ যেসব অঞ্চলের বিতরণ লাইনের সংযোগ রয়েছে এই গ্রীডে সেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ কুষ্টিয়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান জানান, কুষ্টিয়া বটতৈলস্থ গ্রীডে ১৩২ কেভি লাইনের উন্নয়ন এবং বিদ্যমান চাহিদা বৃদ্ধির ফলে পিজিসিবি কর্তৃক কন্ডাক্টর পরিবর্তনসহ সক্ষমতা বৃদ্ধির কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ক্রমবর্ধমান কোভিড-১৯ প্রাদুর্ভাবের জেলা হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সচল রাাখতে এবং হাসপাতালে বিশেষ ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হবে।

Comments (0)
Add Comment