চুয়াডাঙ্গায় লাইসেন্স না থাকায় দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে লাইসেন্স না থাকায় দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে জেলা শহরের পৃথক স্থানে ওই অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম।

ভ্রাম্যমাণ আদালত স‚ত্রে জানা গেছে, দুপুরে শহরের ফেরিঘাট রোডস্থ জলযোগ মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালানো হয়। বিএসটিআই’র লাইসেন্স দেখাতে না পারায় প্রতিষ্ঠান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে অভিযান চালানো হয় শহরের থানা কাউন্সিলপাড়া এলাকার অমিয় বিশুদ্ধ খাবার পানি ভাণ্ডারে। এসময় বিশুদ্ধ খাবার পানি সরবরাহের লাইসেন্স, ল্যাব টেকনিশিয়ান ও কেমিস্ট না থাকায় প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন খুলনা বিএসটিআই’র পরিদর্শক দীপঙ্কর কুমার দত্ত ও সদর থানা পুলিশের একটি টিম।

Comments (0)
Add Comment