চুয়াডাঙ্গায় ৫১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় এক দিনে রেকর্ড সংখ্যক করোনা ভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এর আগে এক দিনে চুয়াডাঙ্গা জেলায় ৫১ জন রোগী শনাক্ত হয়নি। এর মধ্যে ৩৭ জনই দামুড়হুদা উপজেলার বাসিন্দা। ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। ৩৭ জন দামুড়হুদা উপজেলার বাসিন্দা। শিবপুরেই ১৬ জন। সংক্রমণ রোধে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ও নাটুদাহ ইউনিয়নের কিছু এলাকা ইতোমধ্যেই লকডাউন ঘোষণা করা হয়েছে।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার পূর্বের প্রেরিত ১৮৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পায়। এদিন নতুন আরও ৮৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ঠ ল্যাবে প্রেরণ করা হয়েছে। শনাক্তকৃত ৫১ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৩ জন, আলমডাঙ্গা উপজেলার ১জন ও দামুড়হুদা উপজেলার ৩৭ জন। বর্তমানে চুয়াডাঙ্গায় সক্রিয় রোগীর সংখ্যা ১৬৩ জন। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪৭ জন, আলমডাঙ্গা উপজেলার ১০ জন, দামুড়হুদা উপজেলার ৯১ জন, জীবনগর উপজেলার ১৫ জন। সদর উপজেলার ৪৭ জনের মধ্যে হাসপাতালে ৭ জন, বাড়িতে ৩৯ জন, রেফার্ড ১ জন। আলমডাঙ্গা উপজেলার ৮জন বাড়িতে একজন হাসপাতালে ও ১ জন রেফার্ড রয়েছেন। দামুড়হুদা উপজেলার ৯১ জনের মধ্যে বাড়িতে ৭৪ জন, হাসপাতালে ১৫ জন, রেফার্ড রয়েছেন ২ জন। জীবননগর উপজেলার ১৫ জনের মধ্যে একজন হাসপাতালে বাকি ১৪ জন বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

Comments (0)
Add Comment