জীবননগরের নবাগত ইউএনও রোকুনুজ্জামানের যোগদান

জীবননগর ব্যুরো: জীবননগরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো. রোকুনুজ্জামান যোগদান করেছেন। গতকাল বুধবার তিনি যোগদান করেন। যোগদানের পর তিনি উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এদিকে বিদায়ী ইউএনও মো. আরিফুল ইসলাম রাসেল পদোন্নতি পেয়ে পাশর্^বর্তী ঝিনাইদহ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক এডিসি হিসেবে ইতোমধ্যে যোগদান করেছেন।
সকালে নবাগত ইউএনও মো. রোকুনুজ্জামান উপজেলা পরিষদে এলে উপজেলা নির্বাহী অফিসার (চ.দা.) (এসিল্যান্ড) তিথি মিত্রসহ উপজেলা পরিষদের কর্মকর্তাগণ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। মেহেরপুরের কৃতি সন্তান মো. রোকুনুজ্জামান ২০০০ সালে মেহেরপুরের বাদিয়াপাড়া-মোহাম্মদপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। পরবর্তীতে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় হতে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ৩১তম বিসিএসে তিনি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে কক্সবাজার জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন। পরবর্তীতে পদোন্নতি লাভ করেন এবং সর্বশেষ খুলনার কয়রা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। জীবননগর উপজেলায় দায়িত্ব পালনকালে তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেছেন এ উপজেলার সকল নাগরিক সমানভাবে সরকারের যে সকল সেবা রয়েছে তা পাওয়া নিশ্চিত করা হবে।

Comments (0)
Add Comment