জীবননগর ব্যুরো: জীবননগর হাসপাতাল রোডে আখ সেন্টারের সামনে টিনের চালা কেটে দুই দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানের ক্যাশবাক্স ভেঙে চোররা নগদ ৩০ হাজার টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায় বলে দাবি করছেন দোকান মালিকরা। তবে কে বা কারা দোকানের চালা কেটে চুরি করেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। এ ঘটনায় জীবননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত পরশু শনিবার দিবাগত রাতে জীবননগর হাসপাতাল রোড আখ সেন্টারের সামনে অবস্থিত আমির সোহেল কাকনের নাহল ফার্মেসি ও আশিকের রঙতুলি ষ্টেশনারীতে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া নাহল ফার্মেসির মালিক আমির সোহেল কাঁকন বলেন, শনিবার রাত ১১টায় আমরা দোকান বন্ধ করে বাড়ি যাই। পরের দিন রোববার সকাল ৮টার দিকে ফার্মেসির তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখি দোকানের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। এবং দোকানের ক্যাশবাক্স ভেঙে আমার নগদ ১৫-২০ হাজার টাকা ও দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে গেছে চোরেরা। সবমিলিয়ে আনুমানিক পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে রঙতুলি ষ্টেশনারীজ এর মালিক আশিক জানান, শনিবার আনুমানিক রাত ১০টার দিকে আমি দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। পরের দিন রোববার সকাল ৮টার দিকে দোকান খুলে দেখি চালের ওপরের টিন কাটা। এরপর দোকানের ভিতরে ঢুকে দেখি আমার ক্যাশ বাক্স ভাঙা সেখানে আনুমানিক প্রায় নগদ ১০ হাজার টাকা রাখা ছিল এছাড়াও আমার দোকানে থাকা প্রায় ৭ থেকে ৮ হাজার টাকার মিনিট কার্ড চুরি হয়ে যায়। সব মিলিয়ে আনুমানিক ২০ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি হয়। এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হোসেন বিশ্বাস জানান, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।