জীবননগর হাসাদাহে চা দোকানি মিজান মোল্লার জেল-জরিমানা 

জীবননগর ব্যুরো/হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল শুক্রবার  বিকেলে প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আরিফুল ইসলাম রাসেল এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানকালে গাঁজা সেবনকারী ও বিক্রেতা চা দোকানি মিজান মোল্লাকে (৫২) ৩ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ ও ১শ’ টাকা জরিমানার আদেশ প্রদান করেন।

সূত্রে জানা যায়, উপজেলার হাসাদাহ-মহেশপুর সড়কের হাসাদাহ বটতলার চা দোকানি মিজান মোল্লা তার চায়ের দোকান পরিচালনার পাশাপাশি গাঁজা সেবন ও বিক্রি করে থাকে। গোপন এ সংবাদ পান হাসাদাহ ফাঁড়ির ইনচার্জ শাহ আলী মিয়া। খবরের ভিত্তিতে এএসআই শরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মিজান মোল্লাকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করেন ফাঁড়ি ইনচার্জ শাহ আলী মিয়া। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম রাসেল বিকেলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মোবাইল কোর্ট ঘটনার সত্যতা পাওয়ায় মিজান মোল্লাকে ৩ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ ও ১শ’ টাকা জরিমানার আদেশ প্রদান করেন। দন্ডাদেশপ্রাপ্ত মিজান মোল্লা হাসাদাহ মোল্লাপাড়ার সামছুদ্দিন মোল্লার ছেলে বলে জানা গেছে।

Comments (0)
Add Comment