তীব্র শীত : আগামী সপ্তাহে গুড়িগুড়ি বৃষ্টির পূর্বাভাস

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গাসহ দেশের উত্তরাঞ্চল তীব্র শীতে যবুথবু অবস্থা। হাড়কাপানো শীতে হতদরিদ্রদের দুর্ভোগের অন্ত নেই। যদিও দুস্থদের দুর্ভোগ লাঘবে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ১৮ দশমিক ৪ ও সর্বনি¤œ ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশের সর্বনি¤œ শ্রীমঙ্গলে ৭ দশমিক ৯ ও সর্বোচ্চ টেকনাফে ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধলনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাবনা, বগুড়া, শ্রীমঙ্গল, বদলগাছী, দিনাজপুর ও চুয়াডাঙ্গা অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ৫ দিনের শেষের দিকে হালকা অথবা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে তীব্র শীতে চুয়াডাঙ্গায় দিনমজুরসহ খেটে খাওয়া মানুষগুলোকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শীতে কাপতে কাপতে পেটের তাগিদে তাদের অনেকেরই ছুটতে হচ্ছে কাজের সন্ধানে।

 

Comments (0)
Add Comment