মাথাভাঙ্গা মনিটর: নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নো-তে গাড়িবোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার প্রদেশটির মাইদুগুরি শহরে ঘটেছে এ ঘটনা। ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, দু’টি যাত্রীবাহী বাস প্রদেশের রান শহর থেকে গামবোরু এনগালা শহরের দিকে যাচ্ছিল। পথে মাইদুগুরিতে দু’টি বাসেই বিস্ফোরণ ঘটে। নাইজেরিয়া পুলিশ এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরিত বোমাগুলো ছিল শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি ধরনের এবং আগে থেকেই বাসে এ বোমাগুলো ফিট করে রাখা ছিল। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।