নারী আম্পায়ার জেসিকে মার্কিন দূতাবাসের অভিনন্দন

প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে ২০২৫ আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন সাথিরা জাকির জেসি। এই অসাধারণ অর্জনকে সম্মান জানিয়ে বাংলাদেশস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস তাকে অভিনন্দন জানিয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক বার্তায় ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামের (আইভিএলপি) সাবেক শিক্ষার্থী সাথিরাকে অভিনন্দন জানায় দূতাবাস।

দূতাবাস বার্তায় জানিয়েছে, আমেরিকান এক্সচেঞ্জ প্রোগ্রাম খেলাধুলার মাধ্যমেও সুযোগ তৈরি করে বিশ্বব্যাপী সংযোগ তৈরি করে এবং উদ্ভাবনকে উৎসাহিত করে।

আসন্ন নারী বিশ্বকাপে জেসির দায়িত্ব পালন বাংলাদেশি নারী ক্রিকেটের জন্য একটি বড় অর্জন হতে যাচ্ছে এবং বাংলাদেশের নারী উন্নয়নে এক নতুন দ্বার উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।

জেসি বিশ্বকাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন।