মালয়েশিয়ায় গাড়ি দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত

মালয়েশিয়ায় গাড়ি দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার ডেইলি সান এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার কুয়ানতানের কুয়ালা লিপিসে তাদের টয়োটা হাইলাক্স উল্টে গেলে দুই বাংলাদেশি বাগান শ্রমিক নিহত হন। দুর্ঘটনার সময় গাড়ির পিছনে বসে থাকা ২৪ বছর বয়সী মো. শামীম রেজা এবং ২৬ বছর বয়সী তুহিন আলী নামে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হন।

লিপিসের পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট ইসমাইল মান নিশ্চিত করেছেন যে গাড়িটি তাদের দুজনকেই পিষে ফেলে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তদন্তে জানা গেছে যে কাম্পুং তানজুং গাহাইতে শ্রমিকদের আবাসস্থলে যাওয়ার পথে একটি ঢালু বাঁক নেওয়ার সময় গাড়িটি পিছলে পড়ে উল্টে যায়।

স্থানীয় চালক এবং আরও চার বাংলাদেশি যাত্রী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারার অধীনে মামলাটি তদন্ত করছে।