মেহেরপুরের বিভিন্ন স্থান থেকে মেয়াদোত্তীর্ণ দই জব্দ

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে মেহেরপুর শহরসহ সদর উপজেলার বিভিন্ন বাজারে দই বিক্রেতাদের কাছে থেকে মেয়াদোত্তীর্ণ দই জব্দ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা বারাদী বাজারের রাশেদ মিষ্টান্ন ভা-ার, আমঝুপি মিষ্টান্ন ভা-ার, বারাদী বাজারের অভিজাত মিষ্টান্ন ভা-ার ও সোহেল মিষ্টান্ন ভা-ারে অভিযান চালিয়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ প্রায় ৫০ কেজি দই জব্দ করা হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তারিকুল ইসলাম জানান, মেয়াদবিহীন দই প্রস্তুতকারী (মালিক) মেহেরপুরের থ্রি-স্টার মিষ্টি মেলা, জনি, ঝাউবাড়িয়ার আকরাম ও চুয়াডাঙ্গার পরিমল দধি ভা-ার তৈরি করেন। তিনি আরো জানান, একাধিকবার বলা স্বত্ত্বেও ওই ব্যবসায়ীরা নিরাপদ খাদ্য আইন অমান্য করে এসব মেয়াদবিহীন এসব খাদ্য সামগ্রী বিক্রি ও সরবরাহ করে আসছে। এদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করা হবে।

Comments (0)
Add Comment