মেহেরপুরে আরও একজন করোনা শনাক্ত

মেহেরপুর অফিস: গত ২৪ ঘন্টায় মেহেরপুরে একজন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। এদিকে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর বর্তমান সংখ্যা ১৭ জন। নতুন আক্রান্ত একজন মেহেরপুর গাংনী উপজেলার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো: নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা যায়, ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ১৪ জনের ফলাফল পাওয়া যায়। যার মধ্যে একজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় চার হাজার ৪১৯ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৬৪৮ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৫৬২ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৯২ জন, গাংনী উপজেলায় ২০৫ জন এবং মুজিবনগর উপজেলায় ৬৫ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন। চিকিৎসাধীন বাকি ১৭ জনের মধ্যে সদরে আটজন, গাংনীতে পাঁচজন এবং মুজিবনগরে চারজন রয়েছেন। ট্রান্সফার্ড হয়েছেন ৫২ জন। যার মধ্যে সদর উপজেলার ৩৮ জন, গাংনী উপজেলার ১২ জন ও মুজিবনগর উপজেলার দুইজন রয়েছেন। মারা যাওয়া ১৭ জনের মধ্যে সদর উপজেলার নয়জন, গাংনী উপজেলার ছয়জন এবং মুজিবনগর উপজেলার দুইজন রয়েছেন।

এদিকে স্বাস্থ্য বিভাগ জেলাবাসীকে পরামর্শ দিয়েছেন যে, সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন, জন সমাগম এড়িয়ে চুলন এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলুন।

Comments (0)
Add Comment