মেহেরপুরে আরও দুজন করোনায় আক্রান্ত

মেহেরপুর অফিস: গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে আরও দুজন করোনায় আক্রান্ত হয়েছে। এদিকে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর বর্তমান সংখ্যা ১৯ জন। নতুন আক্রান্ত দুজনই মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিসসূত্রে আরও জানা যায়, ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ১০টি রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে দুজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় চার হাজার ৯৫৮ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৭২৬ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৬৩১ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৩৩৮ জন, গাংনী উপজেলায় ২১৮ জন এবং মুজিবনগর উপজেলায় ৭৫ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৮ জন।
চিকিৎসাধীন বাকি ১৯ জনের মধ্যে সদরে ১১ জন, গাংনীতে তিনজন এবং মুজিবনগরে পাঁচজন রয়েছেন। ট্রান্সফার্ড হয়েছেন ৫৮ জন। যার মধ্যে সদর উপজেলার ৪৩ জন, গাংনী উপজেলার ১৩ জন ও মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন। মারা যাওয়া ১৮ জনের মধ্যে সদর উপজেলার ১০ জন, গাংনী উপজেলার ছয়জন এবং মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন। এদিকে স্বাস্থ্য বিভাগ জেলাবাসীকে পরামর্শ দিয়েছেন যে, সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন, জনসমাগম এড়িয়ে চলুন এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলুন।

 

Comments (0)
Add Comment