মেহেরপুরে তামাক নিয়ন্ত্রণে আইন বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: মেহেরপুরে ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাফাফির সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন প্রকল্প বাস্তবায়নের যুগ্ম-সচিব মোহাম্মদ সফিউল আলম। প্রশিক্ষণে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেলের হাসপাতালের সুপার ডা. শাহরিয়ার শায়লা জাহান, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট সাদ্দাম হোসেন, মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট নাজমুল হাসান রতœ, সহকারী কমিশনার নাসরিন সুলতানা, আবীর আনসারী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আকতার হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার শামীম হোসেন, বি আর টি এ’র ইন্সপেক্টর জিয়াউর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাসিমা খাতুন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুত বিহারী নাথ,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।