রাজশাহী মেডিকেল কলেজে করোনা ওয়ার্ডে কুষ্টিয়ার একজনসহ আরও ১৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন পাঁচ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৮ জন। মৃতদের মধ্যে রাজশাহীর আট জন, চাঁপাইনবাবগঞ্জের চার জন এবং কুষ্টিয়ার একজন রয়েছেন। রামেক হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৮ জন। এর মধ্যে রাজশাহীর ২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮ জন, নাটোরের ৭ জন, নওগাঁর ৪ জন, পাবনার একজন এবং কুষ্টিয়ার একজন। এ নিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩৪৪ জন। এদের মধ্যে রাজশাহীর ১৮৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯৯ জন, নাটোরের ২০ জন, নওগাঁর ২৫ জন, পাবনার ৭ জন, কুষ্টিয়ার ৫ জন, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গার একজন করে।
গতকাল রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৭৩টি নমুনা পরীক্ষায় ১৬২ জনের করোনা পজেটিভ আসে। শনাক্তের হার ৪৩ দশমিক ৪৩ শতাংশ। নাটোর জেলার ১১১টি নমুনায় ২৬ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ছিলো ২৩ দশমিক ৪২ শতাংশ। নওগাঁ জেলার ১৩৯টি নমুনায় ৩৫ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ছিলো ২৫ দশমিক ১৮ শতাংশ। এদিন চাঁপাইনবাবগঞ্জের ১৩৩ নমুনা পরীক্ষায় ৩২ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ২৪ দশমিক ৬ শতাংশ।

Comments (0)
Add Comment