কালীগঞ্জ প্রতিনিধি: ভারতের কলকাতায় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকা-ের এক বছর পূর্ণ হয়েছে গতকাল মঙ্গলবার। কিন্তু এখনো মেলেনি তার মরদেহের সব খ-াংশ। পরিবারের দাবি, দ্রুত মরদেহের অংশ দেশে এনে দাফনের ব্যবস্থা করা হোক এবং হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। ২০২৩ সালের ১২ মে কলকাতায় যান ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার। ১৩ মে বরাহনগরের এক বন্ধুর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। ৯ দিন পর ২২ মে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে তার খ-িত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় ‘হত্যার উদ্দেশ্যে অপহরণ’ মামলা দায়ের করেন আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। এ ঘটনায় এ পর্যন্ত বাংলাদেশ, ভারত ও নেপাল থেকে মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু বর্তমানে কারাগারে রয়েছেন। তবে হত্যাকা-ের মূল পরিকল্পনাকারী বলে দাবি করা যুক্তরাষ্ট্র প্রবাসী আক্তারুজ্জামান শাহীন এখনও পলাতক। আনারের মেয়ে ডরিন বলেন, ‘২০২৪ সালের নভেম্বরে ভারতে গিয়ে ডিএনএ নমুনা দিয়েছিলাম। ভারতের সিআইডি জানিয়েছে, মরদেহের অংশের সঙ্গে মিল পাওয়া গেছে। কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নথি পাইনি।’ তিনি অভিযোগ করেন, ‘ভারতের পক্ষ থেকে বারবার চিঠি পাঠানো হলেও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাড়া মিলছে না।’ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘যারা জড়িত, তারা জামিনের চেষ্টা করছে। জামিন হলে তদন্তে বিঘœ ঘটতে পারে।’ একইসঙ্গে তিনি বলেন, ‘এক বছরেও বাবার জানাজা ও দাফনের ব্যবস্থা করতে পারিনি এর চেয়ে কষ্টের কিছু হতে পারে না।’ হত্যাকা-ের বর্ষপূর্তিতে কালীগঞ্জের নিজ বাড়িতে এতিম শিশুদের দিয়ে কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে পরিবার। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা বাহাউল্লাহ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।