সীমান্তে সাড়ে ৪ কেজি স্বর্ণ ফেলে পালাল চোরাকারবারি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কেড়াগাছি সীমান্তে চার কেজি ৫শ ৪০ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৮ জুন) ভোরে বিজিবির হাবিলদার মো. নূর আলমের নেতৃত্বে একটি টহল দল ওই স্বর্ণ জব্দ করে।
বিজিবির-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, সীমান্তের মেইন পিলার ১৩/৩-এস-এর কাছে বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে এই স্বর্ণ পাওয়া যায়। ভোরে বিজিবির তাড়া খেয়ে ওই স্থানে চার কেজি ৫৪০ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণের বার ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। জব্দকৃত সোনার বর্তমান বাজারমূল্য ২ কোটি ৬৯ লাখ টাকা।

Comments (0)
Add Comment