স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২ হাজার ৩শ ৩৩ টাকা

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারেও ২২, ২১ ও ১৮- এই তিন মানের স্বর্ণের ভরিপ্রতি দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৩শ ৩৩ টাকা। ফলে বৃহস্পতিবার থেকে সবচেয়ে ভা‌লো মা‌নের অর্থাৎ ২২ ক্যারেটের স্ব‌র্ণের ভ‌রির দাম পড়বে ৭৬ হাজার ৩৪১ টাকা।
বুধবার নতুন এই দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গার ছেলে দিলীপ কুমার আগরওয়ালা। নতুন এই দাম বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন তারা।
নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বা‌ড়ি‌য়ে নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৩৪১ টাকা। যা বুধবার পর্যন্ত বিক্রি হয়েছে ৭৪ হাজার ৮ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে হবে ৭৩ হাজার ১৯২ টাকায়। যা বুধবার পর্যন্ত এই মানের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছিল ৭০ হাজার ৮৫৯ টাকায়। আর ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি কিনতে লাগবে ৬৪ হাজার ৪৪৪ টাকা। যা বুধবার ৬২ হাজার ১১১ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ কিনতে হবে ৫৪ হাজার ১২১ টাকায়। এই মানের স্বর্ণ বুধবার বিক্রি হয়েছে ৫১ হাজার ৭৮৮ টাকায়। তবে রুপা বিক্রি হবে আগের দামেই। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পড়বে এক হাজার ৫১৬ টাকা।

Comments (0)
Add Comment