স্টাফ রিপোর্টার:জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে নতুন অনুবাদ সুবিধা যুক্ত হয়েছে। যা আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ধাপে ধাপে পাচ্ছেন। রিয়েল টাইম অনুবাদের এই সুবিধার মাধ্যমে ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাট কিংবা চ্যানেলের আপডেট বার্তাও সরাসরি অনুবাদ করা যাবে।
মেটার ঘোষণা অনুযায়ী, এ ফিচারের মাধ্যমে ৩ বিলিয়নেরও বেশি ব্যবহারকারী ভিন্ন ভাষায় যোগাযোগ আরও সহজে করতে পারবেন।
প্রথম ধাপে অ্যান্ড্রয়েডে ছয়টি এবং আইফোনে উনিশটি ভাষায় বার্তা অনুবাদ করার সুযোগ মিলবে। ধীরে ধীরে আরও ভাষা যুক্ত করা হবে। ব্যবহার পদ্ধতিও একদম সহজ কোনো বার্তায় লং-প্রেস করলে ‘ট্রান্সলেট’ বাটন দেখা যাবে, সেখান থেকেই অনুবাদ সম্ভব।
শুধু ব্যক্তিগত মেসেজ নয়, গ্রুপ চ্যাট ও চ্যানেল আপডেটেও কাজ করবে এ ফিচার।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা হলো, চাইলে পুরো চ্যাট থ্রেডেই স্বয়ংক্রিয় অনুবাদ চালু করা যাবে। এতে ভবিষ্যতের সব বার্তাই স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হয়ে যাবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনুবাদ প্রক্রিয়া হবে সরাসরি ব্যবহারকারীর ডিভাইসেই। অর্থাৎ গোপনীয়তা অটুট থাকবে, হোয়াটসঅ্যাপ বা মেটা কোনোভাবেই বার্তা দেখতে পারবে না।
এ নতুন ফিচার আন্তর্জাতিক যোগাযোগে ভাষার বাধা দূর করবে এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আরও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা তৈরি করবে।