মেহেরপুরের ভাষা সৈনিক শ্রী ননী গোপাল স্যার আর নেই

মেহেরপুর অফিস: মেহেরপুরের ভাষা সৈনিক অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী ননী গোপাল ভট্টাচার্যে দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারের সাথে লড়াই করে মৃত্যুবরণ করেছেন। তিনি বাংলাদেশের প্রথম সরকার গঠন অনুষ্ঠানের (মুজিবনগর দিবস, ১৭ এপ্রিল) অনুষ্ঠানের গীতা পাঠকারী, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে মেহেরপুর হোটেল বাজারের শহীদ আরজ সড়কস্থ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। তার ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রয়েছেন।
শ্রী ননী গোপাল ভট্টাচার্যের মৃত্যুতে শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। সন্ধ্যায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে জেলা প্রশাসক আতউল গণি স্বর্গীয় শ্রী ননী গোপাল ভট্টাচার্যের হোটেল বাজারস্থ বাস ভবনে উপস্থিত হয়ে শোকসন্তুপ্ত পরিবারকে সমবেদনা জানান। এছাড়াও অরণি থিয়েটার পরিবার, প্রয়াস সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মাহাবুবুল হক মন্টু, সুজনের পক্ষ থেকে শামীম জাহাঙ্গার সেন্টুসহ মেহেরপুরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Comments (0)
Add Comment