স্টাফ রিপোর্টার: আজ ১৫ আগস্ট। জাতির ইতিহাসে একটি কলঙ্কিত ও বেদনার দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতি হারিয়েছে স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তৎকালীন সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে সপরিবারে নিহত হন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। আজ তার ৫০তম শাহাদাতবার্ষিকী। বঙ্গবন্ধু হত্যাকা- ছিলো জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং কিছু রাজনীতিকের ক্ষমতালিপ্সা। ১৫ আগস্ট ভোরে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে নিজ বাসভবনে পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়স্বজনসহ নৃশংস হত্যাযজ্ঞের শিকার হন বঙ্গবন্ধু। নিহতরা হলেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। এছাড়া বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাত ও তার তিন ছেলেমেয়ে আরিফ, সুকান্ত ও বেবি, বঙ্গবন্ধুর ভাগনে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি ও তার স্ত্রী আরজু মণি প্রমুখ।