আলমডাঙ্গার চিৎলা সুপার লিগে ট্রাইবেকারে ভাই ব্রাদার স্পোটিং ক্লাবের জয়লাভ

ভালাইপুর প্রতিনধি: আলমডাঙ্গার চিৎলা সুপার লিগে ট্রাইবেকারের ভাই ব্রাদার স্পোটিং ক্লাব জয়লাভ করেছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে চিৎলা রুইতনপুর ফুটবল মাঠে চিৎলা সুপার লিগে ৬ষ্ঠ আসরের মেগা ফাইনাল খেলায় ভাই ব্রাদার স্পোটিং ক্লাব ও পূর্বপাড়া স্পোটিং ক্লাবের মধ্যে খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে। খেলাটি ট্রাইবেকারে গড়ালে ভাই ব্রাদার স্পোটিং ক্লাবে জয়লাভ করে। খেলা শেষে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রবাশি জাহিদ হোসেন সভাপতিত্বে প্রদান অতিথি আলমডাঙ্গার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিএইচআর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মাহবুব হাসান মাবুদ। তিনি বলেন, “যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যুবসমাজ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তরুণ প্রজন্মের স্মার্টফোন আসক্তি তথা বিভিন্ন অনলাইন গেমস থেকে দূরে রেখে বাস্তবমুখী খেলায় ধাবিত করার জন্য পাড়া-মহল্লায় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা খুবই জরুরি।” কোনো ধরনের অপরাধমূলক কর্মকা-ে যেন তরুণ প্রজন্ম জড়িয়ে না পড়ে সেই লক্ষ্যে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি ছিলেন চিৎলা ইউনিয়ন যুবদলনেতা মিকাইল বিশ্বাস, হাঁপানিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ আল মামুন, এসআই রনজু রহমান, মাহফুজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসমানখালী আঞ্চলিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, চিৎলা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নিজাম উদ্দিন, চিৎলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশকার আলী টুটুল, সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম, ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক সাজদার আলী, আব্দুল আলিম, যুবদল নেতা শরিফুল ইসলাম, তারিকুল ইসলাম, ইমরান, সাজিবুল, মাসুদ রানা, ইনতাজুল, ছাত্রদলনেতা রাজীব, নাজমুল, মাসুদ, নয়ন, মুস্তাফিজুর, টুর্নামেন্ট কমিটির সোহেল রানা, বনর্নব, সুমন আলী, রাকিব, আকাম, হৃদয়। রেফারি ছিলেন সিয়াম খান, সহকারী আল হামদু ও মলায়ন।