আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বিএনপি নেতা প্রয়াত এমদাদুল হক ডাবুর স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আছর কালিদাসপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভায় ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী আশাদুল হক লাবু, উপজেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ আলা উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হক, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন লালন, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন আলম কনক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, মরহুম এমদাদুল হক ডাবুর দুই ছেলে আবির আনম, অংকন। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল খালেকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মারফত আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদ মেম্বার, যুগ্ম সম্পাদক আশাদুল হক, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন, বিএনপি নেতা আরিফুল ইসলাম আরিফ, উপজেলা যুবদলের সদস্য আলা উদ্দিন আলা মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশাদুল হক, যুবদল নেতা আলমগীর হোসেন আলম, লিমন. মাসুম, হিরো, অনু, জাহিদ, ইমন প্রমুখ। স্মরণসভা শেষে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা ওমর ফারুক। উল্লেখ্য, এমদাদুল হক ডাবু গত ১৫ জুন বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য এবং আলমডাঙ্গা উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।