আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গা ভাংবাড়ীয়ার বগাদী বাজারে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৭টায় জামায়াতের আয়োজিত শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ‎ওয়ার্ড সভাপতি মহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাংনী-আসমানখালী সাংগঠনিক থানা জামায়াতের আমির ও সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতের সকল কর্মী ও সমর্থকদের সব্বোর্চটুকু দিয়ে চেষ্টা করে একটি ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। ‎উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল, ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমির নজরুল ইসলাম ও ইউনিয়ন কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা সেলিম রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ হুমায়ুন কবির। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আবুল কালাম আজাদ মাস্টার।