আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে। গত পরশু শুক্রবার রাতে পৌর এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে। জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকায় গতকয়েকদিন বেশ কয়েকটি চুরি হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম) সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে শহরে অভিযান পরিচালনা করে। অভিযান চুরি সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে। এরা হলেন-গোবিন্দপুর গ্রামে বসবাসকারি কুষ্টিয়া চৌড়হাস মোড়ের স্বপন দেবনাথের ছেলে স্বাধীন দেবনাথ (২৫), স্টেশনপাড়ার রেজাউল হকের ছেলে সোহেল (২২) ও মাদরাসাপাড়ার নিতাই কুমারের ছেলে তাপস কুমার বিশ^াস (২২)। তাদেরকে গতকাল সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।