আলমডাঙ্গায় নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ কুষ্টিয়া পাটিকাবাড়ির আরিফ গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কুষ্টিয়া পাটিকাবাড়ি এলাকার মাদক ব্যবসায়ী আরিফ হোসেনকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা ষ্টেশনের পুরাতন গোডাউনের সামনে থেকে তাকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে। জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার সীমানাবর্তি কুষ্টিয়া জেলার পাটিকাবাড়ি গ্রামের মোনজেদ আলীর ছেলে আরিফ হোসেন (২৫) দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য বিক্রয় করে। আরিফ তার এলাকা থেকে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে আলমডাঙ্গাসহ আশপাশ এলাকায় পাইকারি বিক্রয় করে বেড়ায়। বৃহস্পতিবার রাতে সে আলমডাঙ্গা ষ্টেশনপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট ট্যাপেন্টাডল বিক্রয় করতে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম)“র নেতৃত্বে এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আরিফ হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার নিকট থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।