স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৯২তম সার্বজনীন মহানাম যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত পরশু শনিবার রাত ১০টায় পৌর রথতলায় আয়োজিত ধর্মীয় এই আয়োজনে সভাপতিত্ব করেন উত্তরা মটর’স-এর স্বত্বাধিকারী গ্রীধারী লাল মোদি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ‘এই মহানাম যজ্ঞানুষ্ঠান শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সম্প্রীতি, শান্তি ও মানবিকতার বহিঃপ্রকাশ। আমরা চাই সমাজে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন না থাকুক। এ ধরনের মিলনমেলা সমাজে সহনশীলতা গড়ে তোলে।’ তবে তার বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে ছিল চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং স্থানীয় মানুষের জন্য অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি। তিনি সাফ জানিয়ে দেন, ‘কোনো প্রকার চাঁদাবাজিকে প্রশ্রয় দেয়া হবে না। সে যত বড় প্রভাবশালীই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।’ আলমডাঙ্গা উপজেলাসহ অনুষ্ঠানে উপস্থিত সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা সবসময় সতর্ক থাকবেন, কোনো অভিযোগ মেনে নেয়া হবে না। কোথাও বিশৃঙ্খল কর্মকা- ঘটলে শৃঙ্খলার সঙ্গে তার সমাধান করবেন। অথবা প্রয়োজনে প্রশাসনের সহায়তা নেবেন।’ মহানাম যজ্ঞানুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনসাধারণের জন্য স্থায়ী সুবিধা নিশ্চিত করতে তিনি আরও ঘোষণা দেন, ‘আমি আগামী নির্বাচনে জয়ী হই বা না হই, আগামী বছরের মধ্যেই এই স্থানে একটি শেড নির্মাণ করবো। প্রতিশ্রুতি দিয়েই থেমে যাব না-এটি বাস্তবে রূপ দেব।’ তিনি আরও বলেন, ‘সমাজে মানবতা ও সহনশীলতার চর্চা যেমন দরকার, তেমনি রাজনৈতিক অঙ্গীকার ও ধর্মীয় মূল্যবোধ একে অপরকে পরিপূরক করে সমাজ পরিবর্তনের পথ প্রশস্ত করতে পারে। আমি শুধু অনুষ্ঠান মঞ্চেই নয়, বাস্তব উদ্যোগের মাধ্যমেও জনসাধারণের আস্থা অর্জন করতে চাই।’ বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জায়েদ মোহাম্মদ রাজীব খান, আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক বিরুজল, সদস্য সচিব রফিকুল ইসলাম এবং পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল আলম কনক।