মুজিবনগর প্রতিনিধি: ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন মুজিবনগর উপজেলা শাখার দ্বি-বার্ষিক ব্যবসায়ী সম্মেলন ২০২৫ ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন মুজিবনগর উপজেলা শাখার আয়াজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকালে জিনিয়াস প্রি-ক্যাডেট একাডেমি মুজিবনগর অফিস চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা শাখার সভাপতি মো. সেলিম হোসেন খান। প্রধান অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন আইবি ডব্লিউ এফ মেহেরপুর জেলা প্রধান উপদেষ্টা মাওলানা তাজ উদ্দিন খান। সম্মেলনে প্রধান আলোচক ছিলেন আইবিডব্লিউএফ যশোর কুষ্টিয়া জোনের জোন সেক্রেটারি নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা পেশাজীবী বিভাগের সম্মানিত সভাপতি মো. আল আমিন বকুল ও আইডিডব্লিউএফ মেহেরপুর জেলা শাখার সম্মানিত সভাপতি খালিদ সাইফুল ইসলাম। কাউন্সিলে সেলিম খানকে সভাপতি ও আসিফ আল-মোনায়েমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট মুজিবনগর উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নবগঠিত মুজিবনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসিফ আল মোনায়েম।