কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় অসহায় দুই পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার সকাল ৯ টার সময় কার্পাসডাঙ্গার বাসিন্দা ২ পরিবারকে টিন উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. নায়েব আলী, নায়েবে আমির মাও. আব্দুল গফুর, কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মাও. আবু হানিফ, সাধারণ সম্পাদক শামসুল হক, শিক্ষক ফেরদৌস রহমান, জামায়াত নেতা ক্বারি আবু সুফিয়ান, মো. জয়নাল, মতিয়ার রহমান, আরিফুল ইসলাম, আমজাদ হোসেন, আরশাদ আলী প্রমুখ। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. নায়েব আলী বলেন, গ্রামের দুই অসহায় পরিবারের মাঝে টিন উপহার দেয়া হয়েছে জামায়াত ইসলামীর পক্ষ থেকে। দুটি পরিবার খুব অসহায়। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।