কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকায় আদালতের নির্দেশে লাল পতাকা টাঙিয়ে ঢাক-ঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিয়েছেন আদালত। চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের নাজির ও জারিকারকের উপস্থিতিতে জমির মালিককে এ জমির দখল বুঝিয়ে দেওয়া হয়। আদালত সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় কার্পাসডাঙ্গা গ্রামের মিশন পল্লির সুদিন সরকার ও একই গ্রামের বাজার পাড়ার নাজমা খলিলের সাথে প্রায় ৭ শতক জমি নিয়ে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত চুয়াডাঙ্গায় মামলা দায়ের ছিলো। এ মামলায় দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত বাদী সুদিন সরকারের পক্ষে রায় ঘোষণা করেন। প্রায় ১৫ বছর পরে ভুক্তভোগী মামলার বাদী তার জমির দখল ফিরিয়ে ফেলেন। ওই রায়ের প্রেক্ষিতে শুক্রবার আদালত কর্তৃপক্ষ সরেজমিন গিয়ে ওই জমিতে লাল পতাকা টাঙিয়ে ডাক-ঢোল পিটিয়ে জমির মালিককে দখল বুঝিয়ে দেন। এ সময় চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের নাজির মো. নজরুল ইসলাম, জারিকারক মো. আব্দুল করিম ঝন্টু, অ্যাড. কমিশনার মোঃ একলাছুর রহমান কাজল ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।