কুষ্টিয়া প্রতিনিধি:দেশব্যাপী চলমান তীব্র শৈত প্রবাহে বিপর্যস্ত সাধারণ মানুষের মাঝে কুষ্টিয়ার মিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর রেলওয়ে ষ্টেশনে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় মিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আরিফুল ইসলাম, এজিএম ফরিদ উদ্দিন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।