কোটচাঁদপুরে সার ডিলারদের তথ্য হালনাগাদকরণ সভা অনুষ্ঠিত

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুরে বিসিআইসি ও বিএডিসি’র সার ডিলারদের তথ্য হালনাগাদকরণ বিষয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি’র উদ্যোগে সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি’র সকল সদস্যবৃন্দ ও গণমাধ্যমকর্মী। উপজেলা কৃষি অফিসার জাহিদ হোসেন জানান বাংলাদেশের কৃষিতে রাসায়নিক সার একটি অত্যাবশ্যকীয় উপকরণ। সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে কৃষক পর্যায়ে যথাসময়ে সারের সহজলভ্যতা নিশ্চিত করা কৃষি মন্ত্রণালয়ের একটি অন্যতম প্রধান দায়িত্ব। এ ক্ষেত্রে সার ডিলারদের সহযোগিতা অপরিহার্য। সার ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিতকরণ এবং উপর্যুক্ত সমন্বিত নীতিমালা চূড়ান্তকরণের জন্য প্রত্যেক উপজেলায় বিদ্যমান বিসিআইসি ও বিএডিসি’র সার ডিলারদের হালনাগাদ তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষন করার জন্য আজকের এ সভার আয়োজন করা হয়েছে। তিনি জানান কোটচাঁদপুর উপজেলাতে মোট ৬জন সার ডিলার রয়েছেন। এদের মধ্যে একজন পলাতক বা অনুপস্থিত রয়েছেন। তার বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। খোজ নিয়ে জানা যায় কৃষকের নিকট যথাসময়ে সারের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে “সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০০৯” এবং “বিএডিসি’র বীজ ডিলার হতে বিএডিসি’র সার ডিলার নিয়োগ ও সার বিতরণ পদ্ধতি এবং শর্তাবলী-২০১০ প্রণয়ন করা হয়। এরই ভিত্তিতে বর্তমানে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সার ডিলার নিয়োগ ও সার বিতরণে বিভিন্ন ধরণের জটিলতা ও সমন্বয়হীনতা এড়াতে সরকার উক্ত দু’টি নীতিমালাকে একীভূত করে বিসিআইসি ও বিএডিসি’র সার ডিলারদের জন্য “সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা- ২০২৫” প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এ জন্য উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছ থেকে লিখিত মতামত চাওয়া হয়েছে। নিদিষ্ট ছক মোতাবেক উপজেলা থেকে তথ্য প্রদান করা হবে বলে উপজেলা কৃষি অফিসার জানান।