স্টাফ রিপোর্টার: মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গেল কয়েক মাস যেন পরিণত হয়েছে মৃত্যুপুরিতে। এ অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকিং জোরদার করা এবং সব পর্যায়ে সচেতনা বৃদ্ধির কথা উঠেছে এসেছে গাংনী উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায়। এছাড়াও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিদ্যালয়গুলোতে নিয়মিত মনিটরিং করা, পুলিশের কার্যক্রম গতিশীল করার আহ্বান জানান কমিটির সদস্যরা। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচায় অংশ সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ-আল-আজিজ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, বামন্দি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহা আলমসহ বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।