গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ২৪ ঘণ্টার অভিযানে ৫জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন-গাংনীর আমতৈল গ্রামের মৃত আতাহার মন্ডলের ছেলে মো. কামরুজ্জামান মন্ডল (৫১), সাহারবাটি গ্রামের মৃত আমীর আলীর ছেলে মো. আজমত আলী (৪৭), পুরাতন মটমুরা গ্রামের মৃত জায়েদ আলীর ছেলে মো. আনারুল ইসলাম, ধানখোলা গ্রামের আনছার আলীর ছেলে মো. লিটন ব্যাপারি এবং তার স্ত্রী মোছা. বিথীয়ারা খাতুন বিথী। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধের অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী।