গাংনীতে ২ কেজি গাঁজাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনীতে ২ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম (৪৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার দিবাগত ২টার দিকে নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। সাইফুল ইসলাম উপজেলার নওপাড়া গ্রামের মৃত ছিতাব আলীর ছেলে। জেলা গোয়েন্দা শাখা (ওসি) গোপাল কর্মকার গতকাল সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার নওপাড়া-তেঁতুলবাড়িয়া পাকা সড়ক দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম ওই এলাকার অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই সড়কের মাঝামাঝি মাঠে সিদ্দিক আলীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে পলিথিনের শপিং ব্যাগ দিয়ে মোড়ানো ২টা পোঁটলায় ২ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করেন। আটক সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওই কর্মকর্তা।