মহেশপুর প্রতিনিধি: ২০২৫ সালে ছয় মাসে ঝিনাইদহ জেলায় আত্মহত্যা করেছে ১৫৭জন। এর মধ্যে পুরুষ ৬৮জন আর নারী ৮৯জন। গতকাল মঙ্গলবার সকালে মানবধিকার সংগঠন আরডিসি’র কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে আরডিসি নির্বাহী প্রধান আব্দুর রহমান বলেন, ২০২৫ সালে জানুয়ারি থেকে জুন পর্যন্ত গলায় ফাঁস ও বিষ পান করে ঝিনাইদহ জেলায় আত্মহত্যা করেছে ১৫৭জন। এর মধ্যে ৬৮জন পুরুষ ও ৮৯জন নারী। তিনি বলেন সির্ভিল সার্জন ও ডিসি অফিসের মিটিংয়ের রেজুলেশন পর্যালোচনা করে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, এ বছর গত ৬ মাসে যে আত্মহত্যা হয়েছে এর মধ্যে র্শীষে রয়েছে ঝিনাইদহ সদর উপজেলা, যার সংখ্যা ৩৮জন এর মধ্যে নারী ২০জন ও পুরুষ ১৮জন। ২য় অবস্থানে রয়েছে মহেশপুর উপজেলা যার সংখ্যা ৩৬। জেলা আত্মহত্যা প্রবণতা রোধে সামাজিক সচেতনা বাড়ানোর জন্য বর্তমান জেলা প্রশাসক আব্দুল আওয়াল জিও-এনজিও সমন্বয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করেছে যা বাস্তবায়ন করা হচ্ছে। আরডিসি নির্বাহী প্রধান আত্মহত্যা রোধে কয়েকটি সুপারিশ করেন এর মধ্যে সামাজিক সচেতনা বৃদ্ধি, গণমাধ্যম কর্মীদের সাথে আত্মহত্যা রোধে অ্যাডভোকেচি সভা, কাউন্সিং বাড়ানো, যুব সমাজের অভিবাহকদের সাথে মতবিনিময় করা। তিনি আত্মহত্যা রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।