চুরির অভিযোগে গাংনী হাসপাতাল থেকে দুই নারী আটক

স্টফ রিপোর্টার: টাকা চুরির অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল শনিবার সকালে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনাটি ঘটে। আটক ওই দুই নারী হলেন-জামালপুর জেলার ইসলামপুরের হিরার স্ত্রী জমেলা (২৫) ও একই এলাকার আক্কাছের স্ত্রী জান্নাতি (৩৫)। ভুক্তভোগী আড়পাড়া গ্রামের আলেয়া খাতুন জানান, তিনিসহ কয়েকজন ডাক্তার দেখানোর জন্য টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ান। এ সময় ধৃত দুই নারীসহ ৫জন তাদেরকে ঘিরে ধরে চুপিসারে ভেনেটি ব্যাগ থেকে টাকা চুরি করে পাচার করে। টের পেয়ে দুজনকে ধরে ফেললেও বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম হাসপাতালে এসে দুজনকে আটক করে থানায় নিয়ে যান। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, চুরির ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিলো। চোর আটক করে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।