চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ায় দোয়া অনুষ্ঠানে অ্যাড. রাসেল বৈষম্যহীন সমাজ গড়াই আমাদের লক্ষ্য

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জুলাই বিপ্লবে শদীহ, আহতদের স্মরণে দোয়া ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাড়াবাড়ীয়া গ্রামে বাগানপাড়া মসজিদে জুলাই শহীদদের স্মরণে ও আহতদের দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। এ সময় তিনি বলেন, যে সকল শহীদদের জীবনের বিনিময়ে আমরা গণতন্ত্র ও কথা বলার স্বাধীনতা বিশেষ করে বৈষম্যহীন সমাজ পেয়েছি তাদেরকে আমাদের স্বরণ করতে হবে। দোয়া মাহফিল শেষে গণসংযোগ অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন জেলা পেশাজীবী সম্পাদক অধ্যাপক খলিলুর রহমান। চুয়াডাঙ্গা সদর উপজেলার আমির মাওলানা বিলাল হোসাইন। সদর উপজেলার সেক্রেটারি গোলাম রসুল, সদর উপজেলার সহকারী সেক্রেটারি মাওলানা সাজিবুল ইসলাম, সদর উপজেলার প্রচার সম্পাদক মাসুদুর রহমান, মাখালডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মহসিন আলী, সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান ও মুন্সী মুজিবুর রহমান প্রমুখ।