দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনায় সনদ ব্যতিত ডাক্তার পদবী ব্যবহার ও প্রচার করার কারনে জন্ডিস চিকিৎসালয়ের মালিককে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক দর্শনা বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় ঔষধ ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকি করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ঔষধ ও ডায়াগনস্টিক সেন্টার তদারকি করার সময় এ সময় জন্ডিস চিকিৎসালয়ের স্বত্তাধীকারী শহিদুল ইসলামকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ অনুসারে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় বাসস্ট্যান্ডে অবস্থিত ফার্মেসীগুলো তদারকি করা হয়। তদারকিকালে ফার্মেসীগুলোকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, মূল্য বিহীন ঔষধ, ফ্রিজের ঔষধ সংরক্ষণের কিছু নির্দেশনা দেয়া হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধান করে কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়। তদারকি কাজে সার্বিক সহযোগীতায় ছিলেন ঔষধ প্রশাসন জেলা কার্যালয়ের ঔষধ পরিদর্শক তাহমিদ জামিল ও ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।