চুয়াডাঙ্গার নাটুদার চন্দ্রবাসে উৎসবমুখর পরিবেশে বাঁশের সাঁকো উদ্বোধন

নাটুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের চন্দ্রবাস দিল্লি পাড়ায় পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে বাঁশের সাঁকো উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে চন্দ্রবাস দিল্লি মহল্লাবাসীর উপস্থিতিতে দীর্ঘ প্রতীক্ষার এ বাঁশের সাঁকো উদ্বোধন করা হয়। বাঁশের সাঁকো উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। এসময় তিনি বলেন জনগণের কষ্ট লাঘবের জন্য ইউনিয়ন পরিষদ সবসময় পাশে থাকবে। সাঁকো নির্মাণের মাধ্যমে মানুষের দুর্ভোগ কমানোই ছিল আমাদের লক্ষ্য। এ সময় বিশেষ অতিথি ছিলেন নাটুদা ৬নং ওয়ার্ড ইউপি সদস্য কেরামত আলী, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য খলিলুর রহমান,ইউনিয়ন সচিব মহিউদ্দিন মহি,হিসাব সহকারী সাব্বির রহমান, আরও উপস্থিত ছিলেন যুবনেতা শফিকুল ইসলাম (পচা), লাভলু মিয়া, জুয়েল হোসেন, হাসান, নাসির উদ্দিন সহ প্রমুখ। সাঁকো উদ্বোধন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শরিফুল ইসলাম সিকদার।